ইন্দোনেশিয়ার টার্নেট শহরের উত্তর-পশ্চিমে ৬ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূ-কম্পনে এখনো কোনো ক্ষয়-ক্ষতির খবর পায়নি কর্তৃপক্ষ। আজ সোমবার স্থানীয় সময় সকালের দিকে এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পটি ৬০ দশমিক ৫ কিলোমিটার গভীরতায় আঘাত হেনেছে। এছাড়া ৫ দশমিক ০ থেকে ৫ দশমিক ১ মাত্রার বিশালতা নিয়ে কম্পনগুলো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, টার্নেট শহরের উত্তর-পশ্চিমে ৬ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্প থেকে দেশটিতে কোনো সুনামির আঘাত হবে না বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি সতর্কবার্তা সেন্টার।
বিডি প্রতিদিন/এ মজুমদার