ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্টিয়ান জেরপা নিজ দেশ ছেড়ে পালিয়ে গেছেন যুক্তরাষ্ট্রে। আজ সোমবার বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
এদিকে, ক্রিস্টিয়ান জেরপাকে সাবেক বিচারপতি হিসেবে উল্লেখ করে দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, যৌন হয়রানির অভিযোগ ওঠায় ক্রিস্টিয়ান জেরপা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
জানা যায়, বিচারপতি ক্রিস্টিয়ান জেরপা একসময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগত ছিলেন। তবে গত বছর একতরফা নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মাদুরো প্রেসিডেন্ট হওয়ার প্রতিবাদে দেশ ছাড়েন এই বিচারপতি।
বিডি প্রতিদিন/এ মজুমদার