মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিরাপত্তার স্বার্থে মেক্সিকো সীমান্তে অবশ্যই আমাদের দেয়াল নির্মাণ করতে হবে। দেয়াল নির্মাণ ছাড়া অন্য কোন উপায় আমাদের নেই।
ট্রাম্প জানান, এটা নিরাপত্তার জন্য, এটা আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে। দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ না পেলে, দরকার হলে তিনি দেশে জরুরি অবস্থা জারি করবেন।
এর আগে গত শুক্রবার কংগ্রেসের ডেমোক্র্যাট প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প বলেন, যতক্ষণ পর্যন্ত মেক্সিকো সীমান্তে অর্থ বরাদ্দ দিচ্ছে না এই অচলাবস্থা অব্যাহত থাকবে। প্রয়োজন হলে মার্কিন সরকারের অচলাবস্থা মাসের পর মাস এমনকি বছর ধরে চলবে।
গত বৃহস্পতিবার দায়িত্ব নিয়েই ডেমোক্র্যাটরা একটি বিল পাস করে। এতে সীমান্তে দেওয়াল নির্মাণের জন্য ১৩০ কোটি ডলার এবং অন্যান্য সীমান্ত নিরাপত্তার জন্য ৩০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণ করতে ৫৬০ কোটি ডলার দাবি করেছিলেন ট্রাম্প।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন