Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৩ জানুয়ারি, ২০১৯ ০০:২০

পাকিস্তানের উন্নতি কামনায় সত্যনারায়ণ পূজা সংখ্যালঘুদের

অনলাইন ডেস্ক

পাকিস্তানের উন্নতি কামনায় সত্যনারায়ণ পূজা সংখ্যালঘুদের

এবার মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুরা রীতিমতো জাঁকজমক ভাবে পূজা করলেন। পাকিস্তানের করাচিতে এই পূজা অনুষ্ঠিত হয়েছে। দেশটির সংখ্যালঘুদের পক্ষ থেকে প্রথম বারের মতো পাকিস্তানের সমৃদ্ধির জন্য সত্যনারায়ণ পূজা পালন করা হলো। এ খবর জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

জানা যায়, করাচির সিন্ধু প্রদেশে পাক সংখ্যালঘু হিন্দুদের বড় অংশের বসবাস। ওই প্রদেশ থেকে পাক জাতীয় আইন সভায় রয়েছেন সংখ্যালঘু সাংসদও। এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্টে বলা হয়েছে, করাচির হিন্দুরা জানিয়েছেন, সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ ঠিক নয়। এটা অপপ্রচার। তাই দেশের সমৃদ্ধির জন্য এবার তারা পূজাও পালন করল।

করাচির বিখ্যাত লক্ষ্ণী নারায়ণ মন্দির। সেখানে নিত্য পূজা হয় দেবতার। এছাড়াও বিভিন্ন সংখ্যালঘু উৎসবে সেখানের হিন্দু বাসিন্দারা মেতে ওঠেন। সেই উৎসবে অংশ নেন স্থানীয় অমুসলিমরাও। 

বিডি প্রতিদিন/এ মজুমদার


আপনার মন্তব্য