তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান কাতারের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দিয়েছেন। গতকাল রবিবার তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ শাকারিয়ায় স্বয়ংক্রিয় প্রস্তুতকারক বিএমসি নিয়ে এক বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, পর্যটন ও জ্বালানিসহ বিভিন্ন খাতে কাতারের সঙ্গে নিজেদের সম্পর্ক জোরালো করার প্রতিশ্রুতি দেন তিনি।
এরদোগান বলেন, ১৫ জুলাইয়ের সামরিক অভ্যুত্থান চেষ্টার পর থেকে সব বিষয়ে কাতারি ভাইয়েরা আমাদের সঙ্গে যে সংহতি দেখিয়েছেন, তা আমরা কখনো ভুলে যাইনি আর ভুলবো না। সংকটের সময় তুরস্ক ও কাতার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক পর্যায়ে যে কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছিল, সে সম্পর্ক আরও মজবুত ও শক্তিশালী করে গড়ে তোলা হবে।
উল্লেখ্য, কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানি ২০১৮ সালে তুরস্কে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিলেন। সেই সময় এক টুইটার পোস্টে তিনি জানান, আমরা তুরস্কের ভাইদের পাশে দাঁড়াব। কারণ তারা বিভিন্ন ইস্যুতে মুসলমান ও কাতারের পাশে দাঁড়িয়েছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর