পোল্যান্ডের গুডাংস্ক শহরের মেয়র পাওয়েল আদামোউইজ রবিবার মধ্যরাতের একটু আগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। শহরটিতে আয়োজিত দেশের সবচেয়ে বড় চ্যারিটি ইভেন্টে বক্তব্য রাখার সময় মঞ্চের ওপরই তার ওপর হামলা চালানো হয়।
হামলার পরপরই ৫৩ বছর বয়সী এ মেয়রকে হাসপাতালে নেয়া হয়। সেখানে জীবন রক্ষার্থে টানা পাঁচ ঘণ্টার সার্জারি করা হলেও এখন পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক।
সোমবার ভোরে জানান কর্তব্যরত চিকিৎসক গুডাংস্কের ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সেন্টারের স্বাস্থ্য বিষয়ক পরিচালক ডা. টমাজ স্টেফানিয়াক জানান, ছুরির আঘাতে মেয়র আদামোয়িজ পেটে গুরুতর জখম হয়েছে। পাঁচ ঘণ্টাব্যাপী অপারেশনে মেয়রকে ৪১ ইউনিট রক্ত দিতে হয়েছে বলেও জানান তিনি।
ডা. স্টেফানিয়াক বলেন, ‘তিনি এখনো খুবই, খুবই জটিল অবস্থায় আছেন। আসন্ন কয়েক ঘণ্টায় তার পরবর্তী অবস্থাটা বুঝিয়ে দেবে।’
এদিকে, ২৭ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। তার অপরাধের পূর্ব রেকর্ড আছে বলে পুলিশ সূত্রে জানিয়েছে বিবিসি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ