ইরানের বিরুদ্ধে হামলার খসড়া পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইরাকে গত বছর হামলার ঘটনায় এ পদক্ষেপ গ্রহণ করা হয় বলে রবিবার প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রীট জার্নাল একথা জানিয়েছে।
এ ব্যাপারে প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর মাসে ইরান সংশ্লিষ্ট একটি গ্রুপ বাগদাদে অবস্থিত কূটনীতিকদের বাসস্থানে মর্টার হামলার চালানোর পর এই পরিকল্পনা করা হয়। ওই এলাকায় মার্কিন দূতাবাস রয়েছে। তবে ওই হামলায় কেউ হতাহত হয়নি। গোলাটি খোলা স্থানে আঘাত হানে।
এ হামলার ঘটনায় হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) পাল্টা জবাব হিসেবে ইরানে স্বল্প পরিসরে হামলা করতে চাইছে।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ