আব্দুল সালাম মাফতুন এখন আফগান সেলিব্রেটি গায়ক। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর চেহারার সাথে অনেকটা মিল রয়েছে আফগানিস্তানের ট্যালেন্ট শো'র এই প্রতিযোগীর। শুনতে অবিশ্বাস্য হলেও এটা সত্যি যে, চেহারাই তাকে এখন সেলিব্রেটি বানিয়ে দিয়েছে!
আব্দুল সালাম মাফতুনের বাড়ি আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখস্তান প্রদেশের প্রত্যন্ত এক গ্রামে। তিনি মূলত বিয়ে বাড়িতে গান পরিবেশন করে থাকেন। সম্প্রতি দেশটির ছোটপর্দার একটি জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতার অনুষ্ঠানে একজন বিচারক মাফতুনকে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে তার চেহারার সাদৃশ্যের কথা জানান। আর এরপর থেকেই তিনি এখন রাতারাতি আফগান সেলিব্রেটি গায়ক। ভিডিও
বিডি প্রতিদিন/এ মজুমদার