নিজ স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক প্রধানশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে।
জানা গেছে, মঙ্গলবার হাদ্রাবাদ থেকে ২৯৫ কিলোমিটার দূরে একটি সরকারি উচ্চ প্রাথমিক স্কুলে। অভিযোগ আট বছরের মেয়েটিকে ফাঁকা একটি ঘরে ধর্ষণ করে ওই অভিযুক্ত।
মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে পৌঁছলে অভিভাবকরা জামায় রক্তের দাগ দেখতে পান। মেয়েটি মাকে পুরো ঘটনা এবং নিজের যন্ত্রণার কথা খুলে বলে। তিনি মেয়েকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরার জানান মেয়েটিকে যৌন হেনস্থা করা হয়েছে।
হাসপাতাল সূত্রের খবর, রক্তপাত বন্ধ করার জন্য মেয়েটির শরীরে চারটি সেলাই করতে হয়েছে। তবে প্রথমে অভিভাবকরা ভয়ে পুলিশের কাছে যেতে চাননি।
সমাজকর্মীরা বিষয়টি জানতে পেরে মেয়েটির মাকে বোঝান, তারপরই বৃহস্পতিবার তারা পুলিশে অভিযোগ দায়ের করেন।
অন্ধ্রপ্রদেশের মানবসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী গন্তা শ্রী নিবাস বিষয়টি জানতে পেরে স্কুল কমিশনারকে নির্দেশ দেন ওই প্রধানশিক্ষককে বরখাস্ত করতে। তিনি এ নিয়ে তদন্তের নির্দেশও দিয়েছেন।
অভিযুক্তকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/কালাম