হুয়ান গুইদোকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক স্বীকৃতি দেয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন নিকোলাস মাদুরো।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার এ ঘোষণা দিয়ে মার্কিন কূটনীতিকদের ভেনিজুয়েলা ত্যাগের জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন মাদুরো। যুক্তরাষ্ট্র মাদুরোকে ‘সাবেক প্রেসিডেন্ট’ আখ্যা দিয়ে বলেছে, তার এ ধরনের নির্দেশ দেয়ার এখতিয়ার নেই।
বুধবার ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে বিক্ষোভ সমাবেশে বিরোধী নেতা গুইদো নিজেকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র গুইদোকে সমর্থন দিয়ে সেনাবাহিনীকে তার পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছিল। ভেনিজুয়েলার সেনাবাহিনী সাফ জানিয়েছে, তারা মাদুরোর প্রতি অনুগত থাকবে।
হুগো শ্যাভেজের উত্তরসূরি মাদুরো ২০১৩ সালে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। চলতি মাসে দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নিয়েছেন। গত বছরের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে বয়কট করেছিল বিরোধীরা।
গুয়াইদো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দেয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরপরই যুক্তরাষ্ট্রের মতো একই ধরনের বিবৃতি দিয়ে কানাডাও তাকে স্বীকৃতি দেয়। ব্রাজিল, কলম্বিয়া, চিলি, পেরু, ইকোয়েডর, আর্জেন্টিনা, প্যরাগুয়েও গুইদোকে স্বীকৃতি দিয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন