পুলওয়ামা জঙ্গি হামলার এক মাস কাটতে না কাটতেই জম্মু কাশ্মীরের শতাধিক যুবক যোগ দিয়েছে ভারতীয় সেনাবানিহীতে।
কাশ্মীরের সাহসী যুবকেরা সম্প্রদায়গত মতভেদ ভুলে ভারতীয় সেনাবানিহীতে যোগ দিলেও তাদের পরিবারের লোকজন রয়েছে বিপদের আশঙ্কায়।
কাশ্মীরি যুবকরা ভারতীয় সেনাবানিহীতে বা মূলস্রোতে থাকুক সেটা জঙ্গিরা মেনে নিতে পারছে না। ফলে সেনায় যোগ দেওয়ার পর থেকেই তাদের পরিবারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে, কাশ্মীরি যুবকরা ভারতীয় সেনাবানিহীতে যোগ দিয়েই জানাচ্ছে, তারা ভারতের জন্য কিছু করে দেখাতে চায়। কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার