মধ্য মেক্সিকোর একটি নাইট ক্লাবে একদল বন্দুকধারীর হামলায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ৪ জন। এর মধ্যে ১ মহিলা আছেন। শনিবার পাকলিক প্রসিকিউটরের দফতর থেকে এ কথা জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মেক্সিকোর গুয়ানোজুয়োতোতে 'লা প্লায়া মেনস ক্লাব'-এ সূর্যোদয়ের ঠিক আগে তিনটি ভ্যানে করে হাজির হয় একদল বন্দুকধারী। কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি চালাতে শুরু করে তারা। কিছুক্ষণের মধ্যেই রক্তে ভাসে রাজপথ। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়।
গত সপ্তাহে এল মারো নামে এক প্রভাবশালী দুষ্কৃতীদলের নেতাকে গ্রেফতার করতে অভিযানে নেমেছিল মেক্সিকোর সেনাবাহিনী। এ দিনের হামলার নেপথ্যে তারাই জড়িত থাকতে পারে যারা বলে প্রশাসনের একাংশের আশঙ্কা করছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ