জাপানে তিমি মাছের সঙ্গে একটি ফেরির ধাক্কা লাগার পর অন্তত ৮০ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে ১৩ জনের অবস্থা গুরতর। গতকাল শনিবার জাপান উপকূলে এ দুর্ঘটনা ঘটে।
জাপানের নীগাটা বন্দর থেকে হাইড্রোফয়েল জাহাজটি শনিবার স্যাডো আইল্যান্ডে ফিরছিল। ঘটনাটির পর ফেরিটি এক ঘণ্টা দেরিতে তার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়। দুর্ঘটনার সময় জাহাজটিতে মোট ১২১ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন।
কিয়োডো নিউজ এজেন্সিকে এক যাত্রী বলেন, বিকট জোরে শব্দ হওয়ার পর আমি সামনের সিটে ধাক্কা খাই। আমার আশেপাশের সবাই যন্ত্রণায় চিৎকার করছিল।
সূত্র: গার্ডিয়ান
বিডি প্রতিদিন/ফারজানা