কাশ্মীর ইস্যুতে এখনও উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। চলছে পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি। তারই জের ধরে এবার পাকিস্তানি একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করে দেয়ার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শনিবার সাড়ে ৭টার দিকে ভারতের রাজস্থানের গঙ্গানগরের আকাশে উড়ছিল এই পাকিস্তানি ড্রোন। ড্রোনটিকে ভূপাতিত করে নষ্ট করে দেয় সেনাবাহিনী।
এ ব্যাপারে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শনিবার রাজস্থানের গঙ্গানগরে পাকিস্তান-ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তানের আনম্যান্ড অ্যারিয়াল ভেহিকল (স্বয়ংক্রিয় আকাশযান) ঢুকে পড়ে। ভারতীয় সেনাবাহিনী পাক ড্রোনটিকে গুলি করে ধ্বংস করেছে।
এর আগেও ভারত সীমান্তে পাকসেনারা ড্রোন পাঠিয়েছিল বলে ভারতীয় সেনাবাহিনী থেকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ