আসন্ন লোকসভা নির্বাচনের ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অভিনন্দন বর্তমানের ছবি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। দেশটির বিভিন্ন জেলায় অভিনন্দনের ছবি দিয়ে নির্বাচনী পোস্টার ও বিলবোর্ড লাগানো হয়েছে।
অভিনন্দনের ছবি নির্বাচনী প্রচারণায় ব্যবহারের বিরোধিতা করেছেন দেশটির বিরোধী দল থেকে সুশীল সমাজও। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে চলছে তুমুল সমালোচনা।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, রাজধানী দিল্লির কয়েকটি সড়কে পাইলট অভিনন্দনের ছবি দিয়ে আগামী নির্বাচনের বিলবোর্ড দেখা যায়। বিষয়টি আমলে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে।
নির্বাচনী প্রচারণায় সশস্ত্র বাহিনীর কোনো সদস্যের ছবি যেন রাজনৈতিক দলগুলো ব্যবহার না করে, বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছে তারা। নির্বাচন কমিশনও রাজনৈতিক দলগুলোকে এভাবে প্রচারণা না চালানোর অনুরোধ করেছে।
ভারতীয় সাংবাদিক রামা লক্ষ্মী ছবিগুলো তার টুইটারে শেয়ার করে লেখেন, নির্বাচনী প্রচারণায় অভিনন্দনের ছবি ব্যবহারের জন্য বিজেপি কি তার অনুমতি নিয়েছে? এটা কি দিল্লি না ভারতের অন্য কোনো মফস্বল শহর?
পাকিস্তানের সীমান্তে ঢুকে হামলা চালাতে গিয়ে বন্দী হন ভারতীয় বিমান বাহিনীর পাইলটে অভিনন্দন বর্ধমান। পরে তাকে ৬০ ঘণ্টা পরে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান। সেই সময়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন অভিনন্দন। ধারণা করা হচ্ছে তার ইমেজকে কাজে লাগিয়ে নির্বাচনে ফায়দা লুটতে চাচ্ছে ক্ষমতাসী দল বিজেপি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন