ইয়েমেনের হুথি বিদ্রাহীরা ইরানি তৈরি ড্রোন দিয়ে সৌদি আরবে হামলা চালানোর অভিযোগ তুলেছে। শুক্রবার সৌদি আরবের আবদা বেসামরিক এলাকায় এ ড্রোন হামলা হয়। তবে তখন এটি ভূপাতিত করে সৌদি বিমান বাহিনী।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রাহীরা যে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তা ইরানি তৈরি। এটি পরীক্ষা করে সৌদি জোট জানায়, এর বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছে এটি ইরানি তৈরি।
জোটের মুখপাত্র কর্নেল, তুর্কি আল মালিকি ইরান সমর্থিত হুথি জঙ্গিদের সতর্ক করে বলেন, বেসামরিক লোকদের হামলার লক্ষ বন্ধ করতে হবে। হুমকি মোকাবেলায় জোট আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসরণ করে।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের পদত্যাগী ও পলাতক প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে দরিদ্র ওই দেশটিতে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। এতে সার্বিক সমর্থন ও সহযোগিতা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আঞ্চলিক দেশ এবং আমেরিকার মিত্র দেশগুলো। অন্যদিকে তাকে সমর্থন দিচ্ছে ইরান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন