কাশ্মীরে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা থেকে পুলওয়ামা জেলার ত্রাল এলাকার পিংলিশে এই গোলাগুলি শুরু হয়।
জানা গেছে, রবিবার পুলওয়ামা জেলার ত্রাল এলাকার পিংলিশে তিন জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় ভারতীয় সেনারা। পরে ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ যৌথ অভিযান চালায়। জওয়ানদের উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। পালটা হামলা চালায় নিরাপত্তারক্ষীরা। রাতভর চলা গুলির লড়াইয় নিহত হয় তিন জঙ্গি।
নিহত জঙ্গিদের মধ্যে পুলওয়ামা হামলার অন্যতম চক্রী মুদাসির আহমেদ খান ওরফে মহম্মদ ভাই রয়েছে বলে জানা গেছে। তিনি ত্রাল এলাকার মির মহল্লার স্থানীয় বাসিন্দা ছিলেন। পেশায় ছিলেন ইলেকট্রিশিয়ান।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতী সেনাবহরে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। এতে অন্তত ৪০ জন ভারতীয় সিআরপিএফ সদস্য নিহত হন।
এরপর থেকে উত্তেজনা বিরাজ করছে ওই উপত্যকায়।
বিডি প্রতিদিন/কালাম