কোনো শক্তিমান সম্রাট কিংবা বিজ্ঞ দার্শনিক সময়টাকে উল্টে দিতে পারবেন না- এটাই বাস্তবতা। তবে প্রতি বছরই যুক্তরাষ্ট্রে পাল্টে যায় সময়। গত ১০ মার্চ রবিবার ভোর রাত ২টার সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে ৩টা বাজানো হয়েছে যুক্তরাষ্ট্রের সিংহভাগ এলাকায়। অর্থাৎ তখন থেকে শুরু হয়েছে সূর্যের আলোকে কাজে লাগানোর সময়সূচি ‘ডে লাইট সেভিংস টাইম’।
আমেরিকার অধিকাংশ এলাকাতে এটি বহাল থাকবে নভেম্বরের ৩ তারিখ ভোর রাত ২টা পর্যন্ত। ‘ডে লাইট সেভিংস টাইম’ অনুযায়ী নিউইয়র্কে যখন রাত ১২টা বাজবে, ঢাকায় তখন হবে সকাল ১০টা।
তবে এটি নিয়ে মজা করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো। তাদের মতে, আমেরিকানরা সকাল ৮টাকে সকাল ৯টা বলে ডাকা শুরু করলেও বিশ্বের সব জায়গায় সেটা সকাল ৮টাই থাকবে, সকাল ৯টা হবে না!
বিডি প্রতিদিন/ফারজানা