ভারত একটা শিক্ষা পেয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। সোমবার এক টুইট বার্তায় তিনি আরও বলেন, বিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করেও দখলকৃত কাশ্মীরকে নিয়ন্ত্রণে নিতে পারেনি ভারত।
জম্মু-কাশ্মীরে গণভোট দেয়ার সাহস ভারতের নেই জানিয়ে কাশ্মীরে আগ্রাসী ভূমিকা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। সেইসঙ্গে কাশ্মীরে গণভোটের মাধ্যমে সেখানকার জনগণের অধিকার চর্চার সুযোগ দেয়ারও দাবি জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
বিডি প্রতিদিন/এ মজুমদার