Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৩ জুন, ২০১৯ ১৯:০২

দুবাইয়ে ২ বোনকে জোর করে হোটেলে নাচানোর চেষ্টা, অতঃপর...!

অনলাইন ডেস্ক

দুবাইয়ে ২ বোনকে জোর করে হোটেলে নাচানোর চেষ্টা, অতঃপর...!
প্রতীকী ছবি

টুরিস্ট ভিসায় দুই বোনকে দুবাইয়ে পাঠিয়ে জোর করে হোটেলে নাচ করানোর চেষ্টা করা হলো। শেষ পর্যন্ত হোটেল মালিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দীর্ঘক্ষণ ওই দুই নারীকে হোটেলে আটকে রাখা হয়। অবশ্য উপস্থিত বুদ্ধির জোরে কোনোরকমে রক্ষা পান তারা। 

ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত দু’‌জন সুখদেব সিং এবং জোসানপ্রীত সিংকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অপর এক অভিযুক্ত সালমান খান এখনও পলাতক।  

জানা গিয়েছে, গত ৭ জুন টুরিস্ট ভিসায় ওই দুই নারীকে দুবাইয়ে পাঠিয়েছিল এই তিনজন। কিন্তু ৮ তারিখ দুপুর একটা নাগাদ যে হোটেলে ওই নারীরা ছিলেন, সেই হোটেলের মালিক তাদের নাচতে বলেন। কিন্তু তাতে রাজি হয়নি ওই দুই নারী। এরপরই ওই হোটেলের মালিক দুই নারীকে একটি ঘরে আটকে রেখে দেয়। তবে তার মধ্যে থেকেই একজন বাইরে বেরিয়ে নিজের স্বামীকে ভয়েস মেসেজ পাঠিয়ে পুরো বিষয়টি জানায়। 

এরপরই ওই নারীর স্বামী পুলিশকে সব ঘটনা জানান। খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়। তবে শেষপর্যন্ত পুলিশের হস্তক্ষেপে রক্ষা পান ওই দুই নারী। জানা গেছে, তারা ইতিমধ্যে পাসপোর্ট ফিরে পেয়েছেন।

 

বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ


আপনার মন্তব্য