শিরোনাম
২৪ জুলাই, ২০১৯ ০৯:১২

তরুণদের ফোন-ইন্টারনেট আসক্তি নিয়ে ইতালিতে আইন

অনলাইন ডেস্ক

তরুণদের ফোন-ইন্টারনেট আসক্তি নিয়ে ইতালিতে আইন

তরুণ-তরুণীদেরকে মোবাইল ফোন এবং ইন্টারনেটের প্রতি আসক্ত হওয়া থেকে রক্ষা করতে একটি আইনের খসড়া তৈরি করেছেন ইতালি মন্ত্রীরা। 

আইনটির খসড়ায় মোবাইল ফোন না থাকার উদ্বেগকে ‘নো-মোবাইল-ফোন ফোবিয়া’ (নোমোফোবিয়া) বলে উল্লেখ করা হয়েছে। এতে বাবা-মাদের জন্য একাধিক এডুকেশন প্রোগ্রামের প্রস্তাব করা হয়েছে যেন তারা ছেলেমেয়েদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি বুঝতে পারে।

দেশটির বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু পড়াশোনার জন্য ইন্টারনেট এবং সোশ্যাল নেটওয়ার্কগুলোর ব্যবহারের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে এই আইনের খসড়ায়।

ইতালির ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব টেকনোলজিক্যাল ডিপেন্ডেন্সের বরাত দিয়ে সোমবার স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, দেশটির ১৫ থেকে ২০ বছরের অর্ধেক ছেলেমেয়ে দিনে কমপক্ষে ৭৫ বার মোবাইল ফোন হাতে নেয়।

জুনে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, দেশটির ৬১ শতাংশ নাগরিক বিছানায় শুয়ে তাদের ট্যাবলেট বা মোবাইল ফোন ব্যবহার করে। ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের ৮১ শতাংশ নাগরিক বিছানায় ট্যাবলেট বা মোবাইল ফোন ব্যবহার করে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর