২৪ জুলাই, ২০১৯ ১১:২০

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত জোটে যোগ দিচ্ছে না জাপান

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত জোটে যোগ দিচ্ছে না জাপান

মন্ত্রী পরিষদের সচিব ইয়োশিহিদি সুগা

পারস্য উপসাগরের ওপর দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর লক্ষ্যে সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তাতে সেনা পাঠাচ্ছে না জাপান। জাপানের মন্ত্রী পরিষদের সচিব ইয়োশিহিদি সুগা মঙ্গলবার বলেছেন, সেনা না পাঠানোর বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী তাকেশি আয়া আগে যা বলেছেন তাতে কোনও পরিবর্তন আসেনি।

প্রতিরক্ষামন্ত্রী তাকেশি আয়া গত সপ্তাহে বলেছিলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে সেনা পাঠানোর কোনও পরিকল্পনা নেই তার দেশের।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপেদষ্টা জন বোল্টনের গত সোমবার টোকিও সফর করেন। এসময় তিনি জাপানের প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। 

জাপানি সংসদের উচ্চকক্ষের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সোমবার প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছিলেন, যুক্তরাষ্ট্র নতুন জোটে যোগ দেয়ার আগে তারা দেখতে চান আঞ্চলিক উত্তেজনা প্রশমনে এটি কেমন ব্যতিক্রমী ভূমিকা রাখতে যাচ্ছে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর