১৮ আগস্ট, ২০১৯ ১৬:৩৩

কাশ্মীর ইস্যুতে কার্যকরী ভূমিকা নিতে জাতিসংঘকে আহ্বান তুরস্কের

অনলাইন ডেস্ক

কাশ্মীর ইস্যুতে কার্যকরী ভূমিকা নিতে জাতিসংঘকে আহ্বান তুরস্কের

ভারতীয় নিরাপত্তা বাহিনী

কাশ্মীরের চলমান সঙ্কট নিরসনে জাতিসংঘকে আরও সক্রিয় ও কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে তুরস্ক। 

শনিবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। একইসঙ্গে কাশ্মীর ইস্যুটি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠককেও স্বাগত জানিয়েছে দেশটি।

বিবৃতিতে বলা হয়, তুরস্ক মনে করে যে, সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিরোধ নিষ্পত্তি করা উচিত। পাশাপাশি উত্তেজনা বৃদ্ধি পায় এমন অশান্ত ও একতরফা পদক্ষেপগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দেশটি।

বিবৃতিতে আরও বলা হয়, জম্মু-কাশ্মীরের সমস্যা সমাধানের জন্য পূর্ববর্তী নীতিমালা অনুযায়ী জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত, যা পাক-ভারত সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াটিকে এগিয়ে নেবে।

গত ৫ আগস্ট ভারত কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা সম্পর্কিত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে ভেঙে দু’টি অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছে। এরপর থেকে কাশ্মীরে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর