১৯ আগস্ট, ২০১৯ ০৬:১২

প্রাচীন ভারতীয় শাস্ত্রই বৈজ্ঞানিক আবিষ্কারের ভিত্তি

অনলাইন ডেস্ক

প্রাচীন ভারতীয় শাস্ত্রই বৈজ্ঞানিক আবিষ্কারের ভিত্তি

রমেশ পোখরিয়াল ও তার মেয়ে আরুশি পোখরিয়াল (সংগৃহীত ছবি)

চীন ভারতের বিজ্ঞান ও উদ্ভাবনের সত্যতা সম্পর্কে তারাই প্রশ্ন করেন, যারা ওই বিষয়গুলো সম্পর্কে অজ্ঞ। শনিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। 

তিনি বলেন, ঋষি কণাদ পরমাণু বোমার তত্ত্ব প্রবর্তন করেছিলেন, এই কথা শুনে কারও কারও পেটে ব্যথা হতে শুরু হয়। তারা আমায় এই নিয়ে প্রশ্ন করেন, কারণ প্রাচীন ভারতের জ্ঞানের পরিধি সম্পর্কে তাদের কোনও ধারণা নেই। 

গবেষণার পথে না এগুনোর ভুল করার জন্যই প্রাচীন ভারতের জ্ঞান সম্পর্কে কেউ কেউ সন্দিহান বলে মনে করেন পোখরিয়াল। তিনি বলেন, আমাদের একমাত্র ভুল হল, কোনও দিন ওই সমস্ত তত্ত্ব নিয়ে গবেষণা করিনি। 

আমেরিকার বিজ্ঞানীদের জিজ্ঞাসা করুন, তাদের আবিষ্কারের তত্ত্ব কোথা থেকে পেয়েছিলেন? তারা স্বীকার করবেন, ভারতীয় শাস্ত্রে সে সব খুঁজে পেয়েছেন।

প্রাচীন ভারতের ইঞ্জিনিয়ারিং উৎকর্ষের প্রমাণ রামেশ্বরমের রামসেতু, দাবি করেন পোখরিয়াল। শুধু তাই নয়, তার মতে, বিশ্বের একমাত্র বিজ্ঞানসম্মত ভাষা হলো সংস্কৃত।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর