২০ আগস্ট, ২০১৯ ১০:৫১

‘ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন ১৭ দেশ পরাজিত হয়েছে’

অনলাইন ডেস্ক

‘ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন ১৭ দেশ পরাজিত হয়েছে’

সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালানোর জন্য ১৭টি দেশকে নিয়ে একটি সামরিক জোট গঠন করলেও এখন একটি বা দু’টি দেশ এই রক্তক্ষয়ী আগ্রাসনে রিয়াদকে সঙ্গ দিচ্ছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সম্প্রতি এ কথা বলেছে।

সোমবার আনসারুল্লাহ আন্দোলনের নেতা ও ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের নির্বাহী সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি আল-মাসিরা টিভিকে সাক্ষাৎকার দেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের জনগণের বিরুদ্ধে হামলার জন্য ১৭টি দেশ একজোট হয়েছিল কিন্তু তাদের মধ্যে মাত্র একটি বা দু’টি দেশ এখন অবশিষ্ট রয়েছে এবং আমরা তাদেরকেও পরাজিত করব।

আল-হুথি আরো বলেন, ইয়েমেনের জনগণ আগ্রাসন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তিনি সৌদি আগ্রাসনের প্রথম দিন থেকে কোনো ধরনের পশ্চাদপসরণ ছাড়া আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আনসারুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি ইয়েমেনের সেনাবাহিনীর প্রশংসা করেন।

আল-হুথি বলেন, আমরা আজ একটি বৈশ্বিক দুর্বৃত্ত চক্রের মোকাবিলা করছি যারা ইয়েমেনকে তাদের উপনিবেশে পরিণত করে এদেশের জনগণকে ক্রীতদাস বানাতে চেয়েছিল। সূত্র: পার্সটুডে।

বিডি প্রতিদিন/২০ আগস্ট, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর