১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:১৮

সৌদির আরও একটি ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

অনলাইন ডেস্ক

সৌদির আরও একটি ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসন শুরুর পর থেকে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত হয়েছে। এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সৌদি আরবের আরও একটি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সেনাবাহিনী ও গণপ্রতিরোধ কমিটি। 

দেশটির সামরিক সূত্র বলছে, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশের আল-বাযায়িয়া এলাকায় ড্রোনটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

এর আগে গত মে মাসে আমেরিকার তৈরি উন্নত ড্রোন এমকিউ-ওয়ান ধ্বংস করে ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত হয়েছে। তবে মে মাসে ভূপাতিত মার্কিন ড্রোনটিই সবচেয়ে উন্নত বলে ধারণা করা হয়।

শনিবার সৌদি আরবের পূর্বাঞ্চলের বৃহত্তম আবকাইক ও খুরাইস তেলক্ষেত্রে ড্রোন হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হামলার পর থেকে দেশটির তেল উৎপাদন দৈনিক ৫ দশমিক ৭ মিলিয়ন ব্যারেল কমে গেছে; যা বিশ্বের সরবরাহকৃত মোট তেলের প্রায় ৬ শতাংশ। সূত্র: পার্সটুডে


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর