ব্রিটিশ হাইকোর্ট রায় দিয়েছেন, ব্রিটেনের ন্যাশনাল ওয়েস্ট মিনিস্টার ব্যাংকে গচ্ছিত ৩৫ মিলিয়ন পাউন্ড পাবে ভারতের হায়দরাবাদের নিজাম পরিবার। ওই সম্পত্তির মালিকানা দাবি করে ২০১৩ সালে ব্রিটেনের আদালতে মামলা দায়ের করেছিল পাকিস্তান সরকার। রায় ঘোষণার পর পাকিস্তানের দূতাবাস বলেছে, তারা রায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে।
সম্পত্তিটি নিয়ে বিতর্কের সূত্রপাত ১৯৪৮ সালে। হায়দরাবাদের নিজাম আসফ জাহ ১০ লক্ষ পাউন্ড পাঠিয়েছিলেন তৎকালীন পাকিস্তানের হাই-কমিশনারের লন্ডনের অ্যাকাউন্টে। ভারত থেকে হায়দরাবাদকে নিরাপদ রাখার জন্য ওই টাকা পাঠিয়েছিলেন।
তৎকালীন হায়দরাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান ঠিক করতে পারছিলেন না পাকিস্তান, না ভারত; কোন দেশের পক্ষে তার রাজ্যের যাওয়া উচিত। ১৯৪৮ সালে ভারত হায়দরাবাদ রাজ্যটি অধিগ্রহণ করে সামরিক অভিযানের মাধ্যমে। ওই ঘটনার কিছু আগেই ওই অর্থ পাঠানো হয়। পরে তার বংশধরের অভিযোগ করেন, মীর ওসমান আলী তার পাঠানো সে অর্থ ফেরত চেয়েছিলেন। কিন্তু তখন পাকিস্তান সে অর্থ দিতে অস্বীকার করে। এদিকে আদালতের রায় না হওয়ায় ব্যাংকও কোনো পক্ষকেই টাকা দিতে অস্বীকার করে। এবার সব ঝামেলার অবসান ঘটেছে হাইকোর্টের দেয়া রায়ে।
সূত্র: গাল্ফ নিউজ
বিডি প্রতিদিন/ফারজানা