ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর দেড় শততম জন্মবার্ষিকীর দিন ২ অক্টোবর মার্কিন কংগ্রেসে একটি বিল (এইচআর-৬০৭) উত্থাপন করেছেন নিউইয়র্কের কংগ্রেসওম্যান গ্রেস মেং।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘে একটি রেজ্যুলেশনের মাধ্যমে এ দিনকে ‘ইন্টারন্যাশনাল ডে অব নন-ভায়োলেন্স’ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বিশ্বে অহিংস প্রক্রিয়ায় শান্তি প্রতিষ্ঠার অন্যতম একটি অবলম্বন হিসেবে মহাত্মা গান্ধীর জন্মদিনকে নির্ধারণ করা হয়েছে। সে আলোকে গ্রেস মেং উত্থাপিত এই বিলে বিশ্বে খ্যাতনামা মানবাধিকার ও আধ্যাত্মিক নেতা গান্ধীর প্রতি আমেরিকানদেরও যথাযথ সম্মান প্রদর্শনের আহবান রয়েছে।
মেং উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের অবিসংবাদিত মানবাধিকার নেতা ড. মার্টিন লুথার কিং-ও গান্ধীর পথ অনুসরণ করেছিলেন সামাজিক শান্তি-সম্প্রীতির জন্যে। শান্তিপূর্ণ প্রতিবাদেই হানাহানি-সংঘাত-দ্বন্দ্ব লাঘব করতে পারে এবং তা প্রমাণিত হয়েছে গান্ধীর আমলে। আর যুদ্ধ-সংঘাত পরিহার করে অহিংস আন্দোলনের পথে সমগ্র জনগোষ্ঠিকে ধাবিত করতে দরকার প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ ও জনসচেতনতা তৈরি।
উল্লেখ্য, ডেমক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির ভাইস চেয়ারপার্সন গ্রেস মেং কংগ্রেসনাল বাংলাদেশ ককাসেরও সদস্য।
বিডি প্রতিদিন/ফারজানা