৯ নভেম্বর, ২০১৯ ১২:২৪
আনন্দবাজারের প্রতিবেদন

বাবরি মসজিদ রায়: উল্লেখযোগ্য দিকগুলো এক নজরে

অনলাইন ডেস্ক

বাবরি মসজিদ রায়: উল্লেখযোগ্য দিকগুলো এক নজরে

ভারতের সুপ্রিম কোর্টে শুরু বাবরি মসজিদ মামলার রায় আজ শনিবার ঘোষণা করেছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে ছিলেন বিচারপতি এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস আব্দুল নাজির। 

•বিকল্প জমি পাবে মুসলিমরা

• ভিতরের এবং বাইরের জমি তুলে দেওয়া হবে ওই ট্রাস্টের হাতে 

• কেন্দ্রকে বোর্ড অব ট্রাস্ট গঠনের জন্য তিন মাস সময় 

• শর্তসাপেক্ষে মূল বিতর্কিত জমি পাবে হিন্দুরা

• সুন্নি ওয়াকফ বোর্ড অধিকার দাবি করতে পারে না 

• আইনি ভিত্তিতেই জমির মালিকানা স্থির করা উচিত

• বিশ্বাসের উপর দাঁড়িয়ে জমির মালিকানা ঠিক করা সম্ভব নয়

• তবে কাঠামো থেকেই কোনও দাবি করা যায় না 

• হিন্দুরা বিশ্বাস করেন এখানেই রামের জন্মভূমি ছিল 

• কারও বিশ্বাস যেন অন্যের অধিকার না হরণ করে: রঞ্জন গগৈ

• তবে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ (এএসআই) এ কথা বলেনি, বাবরি মসজিদের নিচে মন্দিরই ছিল  

• এএসআইর খননের ফলে যে সব জিনিসপত্র পাওয়া গিয়েছে, তাতে স্পষ্ট, সেগুলি নন ইসলামিক

• এলাহাবাদ হাইকোর্টের রায় যুক্তিযুক্ত ছিল 

• মসজিদের নিচে কাঠামো ছিল, ফাঁকা জায়গায় তৈরি হয়নি বাবরি মসজিদ, বললেন প্রধান বিচারপতি 

• নির্মোহী আখড়ার দাবিও খারিজ করল সুপ্রিম কোর্ট 

• কবে মসজিদ তৈরি হয়েছিল, সেটা গুরুত্বপূর্ণ নয়, রায়ে বললেন প্রধান বিচারপতি 

• বাবরের সহযোগী মির বাকি মসজিদ তৈরি করেছিলেন, বললেন প্রধান বিচারপতি 

• সর্বসম্মতিক্রমে খারিজ শিয়া ওয়াকফ বোর্ডের অনুরোধ

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর