সৌদি আরবের টাকায় লন্ডন থেকে ফার্সি ভাষায় প্রচারিত একটি টিভি চ্যানেলের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করা হয়েছে বলে খবর দিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, সৌদি টিভি চ্যানেল ‘ইরান ইন্টারন্যাশনাল’ থেকে উসকানি পেয়ে নাশকতামূলক তৎপরতা চালানোর সময় এসব ব্যক্তিকে আটক করা হয়।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যখন সাধারণ মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল তখন বিবিসি ফার্সি’র মতো ইরান ইন্টারন্যাশনাল চ্যানেলও দেশব্যাপী জ্বালাও পোড়াও করতে দুস্কৃতকারীদের মারাত্মক উসকানি দেয়। চ্যানেলটি অনর্থক সামান্য ঘটনাকে বড় করে তুলে ধরে দুর্বৃত্তদেরকে বেপরোয়া করে তোলে এবং তাদেরকে আরও বড় ধরনের নাশকতামূলক তৎপরতা চালাতে উসকানি দেয়।
সৌদি আরবের বিশাল বাজেট নিয়ে প্রতিষ্ঠিত চ্যানেলটির এ তৎপরতাকে ইরানের শত্রুদেরকে সহযোগিতার শামিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, এই চ্যানেলে কর্মরত ব্যক্তি ও তাদের ঘনিষ্ঠজনদের সব সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তাদের সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে যারা দেশের বাইরে অবস্থান করছে তাদেরকে ধরে আনার জন্য ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে।
গত ১৫ নভেম্বর ইরানে জ্বালানি তেলের দাম বাড়ানো হলে এ সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরের জনগণ রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখায়। কিন্তু এই বিক্ষোভকারীদের সঙ্গে মিশে গিয়ে কিছু দুষ্কৃতকারী ঘরবাড়ি, ব্যাংক, বীমা, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও সরকারি বাসে হামলা চালিয়ে রাষ্ট্রীয় সম্পদের অপূরণীয় ক্ষতি করে।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, গোলযোগ সৃষ্টির দায়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র একদল এজেন্টকে আটক করা হয়েছে। সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/কালাম