কেন্দ্রীয় সরকারের নির্দেশে তুরস্ক থেকে ১১ হাজার টন পিয়াজ আমদানির ফরমায়েশ পাঠিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান এমআইএমটিসি। দেশটিতে নিত্য প্রয়োজনীয় এই ভোগ্যপণ্যটির দাম প্রতিনিয়ত বৃদ্ধি ছাড়াও মজুদে ঘাটতি দেখা দেয়ায় সরকার পিয়াজ আমদানির এই সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানায়।
কেন্দ্রীয় সরকারের নির্দেশে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পিয়াজ আমদানির ফরমায়েশ পাঠালো এমআইএমটিসি। এর আগে মিসর থেকে ৬ হাজার ৯০ টন পিয়াজ আমদানির প্রক্রিয়া চলছে।
দেশের বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ঘাটতি পূরণে গত মাসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা ১ লাখ ২০ হাজার টন পিয়াজ আমদানির অনুমোদন দেয়। দেশটির বেশিরভাগ অঞ্চলে এখন ৭৫ থেকে ১২০ রুপি কেজিতে পিয়াজ বিক্রি হচ্ছে। ইতোমধ্যে বিশ্বের অন্যতম পিয়াজ রফতানিকারক দেশ ভারত পিয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ভারতের রাষ্ট্রায়ত্ত ওই সংস্থাটি তুরস্ক থেকে যে ১১ হাজার টন পিয়াজ আমদানির ফরমায়েশ পাঠিয়েছে তা আগামী বছরের শুরুতেই হাতে পাবে বলে জানা গেছে। আর মিসর থেকে যে ৬ হাজার ৯০ টন পিয়াজ আমদানির প্রক্রিয়া চলছে তা চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতে পৌঁছাবে। সেগুলো বিক্রি করা হবে ৫২ থেকে ৬০ টাকা কেজিতে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন