চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এ ব্যাপারে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুইচৌ প্রদেশের এনলং কাউন্টির গুয়াংলং কয়লা খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেসময় খনিতে কাজ করছিলেন ২৩ জন শ্রমিক।
এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৪ জন এবং সাতজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনও আটকে আছেন দুইজন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। এছাড়া এ ঘটনার তদন্তও করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ