মঞ্চ থেকে হঠাৎই পড়ে গেলন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পড়ে যাওয়ার পর পরই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
বক্তৃতার মঞ্চ থেকে পড়ে যাওয়ার এই ভিডিওটি সোমবার ভারতের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। তবে ঘটনাটির স্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে দেখা যাচ্ছে, বক্তৃতার মঞ্চ থেকে নামার সময় হঠাৎ চিৎপটাং হয়ে পড়ে যান অমিত শাহ। এসময় তার পাশে থাকা অন্যরা তাকে টেনে তোলেন। পরে নিজেকে সামলে নিয়ে নিচে নামেন তিনি। ভিডিওটি পোস্ট করার পরপরই বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
বিডি প্রতিদিন/আরাফাত