নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল হয়ে উঠেছে ভারত। এরই জেরে বিভিন্ন রাজ্যের পর এবার বেঙ্গালুরুতেও জারি করা হল ১৪৪ ধারা।
কারফিউ জারির প্রসঙ্গে কর্ণাটকের স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, ‘আমরা কোনও ধরনের সহিংসতা চাই না। যে কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কারফিউ জারি করা হল।’
বেঙ্গালুরু পুলিশ কমিশনার ভাস্কর রাও জানিয়েছেন, “১৪৪ ধারা আগামী তিন দিনের জন্য জারি থাকবে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে চালু হয়ে চলবে ২১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত।”
অন্যদিকে, বৃহস্পতিবারই কর্ণাটকে হরতালের ডাক দিয়েছে সিপিএম ও ওই রাজ্যের সংখ্যালঘু সংগঠনগুলো। একই সঙ্গে বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ বৃহস্পতিবার কর্মসূচিও রয়েছে।
এছাড়া, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ‘হাম ভারত কে লোগ’ ব্যানার নিয়ে একটি জমায়েত হওয়ার কথা টাউন হলে। পাশাপাশি শুক্রবারও কলেজের শিক্ষার্থীরা বেঙ্গালুরুর টাউন হলে জমায়েতের ডাক দিয়েছিল। সূত্র: কলকাতা২৪ ও এই সময়
বিডি প্রতিদিন/কালাম