প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করতে রায় দিয়েছে যুুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। বেশ কয়েক ঘণ্টা তর্ক-বিতর্কের পর এই সিদ্ধান্তে পৌঁচেছে প্রতিনিধি পরিষদ। এ সিদ্ধান্ত কার্যকর করা হলে ট্রাম্প হবেন দেশটির তৃতীয় প্রেসিডেন্ট যাকে এভাবে পদ থেকে সরিয়ে দেয়া হবে।
অভিসংশনের প্রথম অনুচ্ছেদ অনুযায়ী, ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। আরেকটি অভিযোগ হচ্ছে তিনি কংগ্রেসের কার্যক্রমে বাধা দিয়েছেন। প্রথম অভিযোগের ক্ষেত্রে ২৩০ ভোট পড়েছে অভিশংসনের পক্ষে এবং ১৯৭ ভোট পড়েছে বিপক্ষে। দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রেও প্রয়োজনীয় ২১৬ ভোটের বেশি সংখ্যক ভোট পড়েছে। ওই অভিযোগে অভিশংসনের পক্ষে পড়েছে ২২৯ ভোট ও বিপক্ষে ১৯৮ ভোট।
রিপাবলিকানরা ট্রাম্পের পাশে থাকলেও ডেমোক্রেটরা বলেছেন, অভিশংসনই সঠিক সিদ্ধান্ত। প্রসঙ্গত, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ রয়েছে, নির্বাচনে এগিয়ে থাকতে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেট রাজনীতিবিদ জো বাইডেনের দুর্নীতি নিয়ে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ দিয়েছিলেন তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা