এই প্রথম ব্রিটেনের অপারেশন থিয়েটারে জীবাণুমুক্ত হিজাব চালু করা হলো। ব্রিটিশ হাসপাতাল রয়্যাল ডারবি হসপিটালের মালয়েশিয়া বংশোদ্ভূত এক জুনিয়র ডক্টর ফারাহ রসলান প্রশিক্ষণের সময় হিজাবের এই জীবাণুমুক্ত স্কার্ফের ভাবনাটা প্রথম মাথায় আনেন। যা একবারই ব্যবহারযোগ্য।
অপারেশন থিয়েটারে সারাদিন হিজাব পরে কাজ করলে জীবাণু সংক্রমণের আশঙ্কা থেকে ধর্মীয় ড্রেসকোড ঠিক রেখে ফারাহ নতুন কিছু চিন্তা করেন, যখন তিনি ইউনিভার্সিটি হসপিটালস অব ডারবি ও বার্টন এনএইচএস ট্রাস্টে প্রশিক্ষণ নিচ্ছিলেন।
ফারাহ বলেন, আমি আগে যে হিজাব ব্যবহার করতাম তা সারাদিনের জন্য নিরাপদ ছিল না। আবার খুলে ফেলাও আমার পক্ষে সম্ভব ছিল না। তাই জীবাণু সংক্রমণের আশঙ্কা থেকে অপারেশন থিয়েটার ছাড়তে হতো। পরে বিশ্বাস ও কর্মের জায়গা থেকে আমি এই স্কার্ফের ভাবনাটা মাথায় আনি। যা একবারই ব্যবহার যোগ্য এবং জীবাণু সংক্রমণের আশঙ্কামুক্ত। আমি এখন খুবই খুশি। এখন দেখি কীভাবে এর ব্যাপক ব্যবহার ঘটানো যায়।
এ ব্যাপারে ফারাহকে পরামর্শ দিয়েছেন ট্রাস্টের সার্জন গিল টায়ের্নি। তিনি বলেন, ডিসেম্বরের শুরুর দিকে ইউনিভার্সিটি হসপিটালস অব ডারবি ও বার্টন এনএইচএস ট্রাস্টই এটা প্রথম চালু করে। খুবই নিরাপদ ও ব্যবহার উপযোগী এই হিজাবের স্কার্ফ, যা কম খরচের। বর্তমানে ব্রিটেনে এর ব্যবহার শুরু হয়েছে। সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/শফিক