হন্ডুরাসের উত্তরাঞ্চলীয় টেলার শহরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ১৮ জন কয়েদি নিহত হয়েছেন। এছাড়াও ১৬ জন মারাত্মক আহত হয়েছেন।
শুক্রবার ওই কারাগারে কয়েদিদের দু’গ্রুপের মধ্যে দাঙ্গা শুরু কলে এ হতাহতের ঘটনা ঘটে। দাঙ্গার পর কারাগারটির ভেতর নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, দেশটিতে মাঝেমধ্যেই কারাগারে সহিংসতার ঘটনার খবর পাওয়া যায়। সহিংসতা মোকাবেলায় সম্প্রতি সরকার কারাগারের ব্যবস্থাপনায় জরুরি অবস্থা জারি করে তার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেয়। কিন্তু তারপর আবারও এই সহিংসতার ঘটনা ঘটলো।
সরকার নতুন নীতি গ্রহণ করলেও শুক্রবার দাঙ্গা শুরু হওয়ার আগ পর্যন্ত টেলার নামের ওই কারাগারটির সার্বিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন