মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় বাস-ট্রাক সংঘর্ষে গতকাল শনিবার কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। গুয়েতেমালার জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে ৭ জনই শিশু। দুর্ঘটনায় ১১ জন আহত হয়েছে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। গুয়েতেমালা সিটি থেকে ১৬৮ কিলোমিটার দূরে গুয়ালান শহরের কাছে ওই দুর্ঘটনাটি ঘটে। হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্দ্রো গিয়ামেত্তেই। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা