ইরাকে ফের শক্তিশালী হচ্ছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আজ সোমবার বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে।
দুই বছর আগে ইরাকে অধিকৃত শেষ অঞ্চলটিও হাতছাড়া হয়ে গিয়েছিল আইএসের। কুর্দিশ ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তারা ফের সংগঠিত হচ্ছে। আইএসের হামলার সংখ্যাও বাড়ছে।
শীর্ষ কুর্দি সন্ত্রাসবিরোধী কর্মকর্তা জানিয়েছেন, আইএসের জঙ্গিরা এখন আল কায়েদার চেয়ে আরও দক্ষ এবং বিপজ্জনক। তারা আরও উন্নত কৌশল ব্যবহার করছে এবং তাদের অর্থভাণ্ডারও বেশ সমৃদ্ধ। তারা গাড়ি, অস্ত্র, খাদ্য ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ে সক্ষম। তাদের পুরোপুরি নিশ্চিহ্ন করা কঠিন।
বিডি প্রতিদিন/ফারজানা