যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা বলার ৯১ মিনিট পর ইউক্রেনের সাহায্য বন্ধের সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস। সরকারি ই-মেইলে এমন প্রমাণ পাওয়া গেছে।
২৫ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেই কলে ট্রাম্প তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট নেতা জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে চাপ দিয়েছিলেন।
বিষয়টি ফাঁস হলে ট্রাম্পের বিরুদ্ধে শুরু হয় অভিশংসন তদন্ত। গত বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিসংশিত হন ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের সিনেটে যাবে এই তদন্ত। রিপাবলিকানরা সিনেটে সংখ্যাগরিষ্ঠ হওয়ার ট্রাম্পের পদচ্যুত হওয়ার আশঙ্কা নেই।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা