চীনের সংখ্যাগরিষ্ঠ মুসলিম উইঘুরদের সমর্থনে শোভাযাত্রা করেছে হংকংয়ের বিক্ষোভকারীরা। উইঘুরদের সঙ্গে চীনার সরকারের আচরণ নিয়ে প্রতিবাদ জানান তারা। গতকাল রবিবারের ওই শোভাযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে বিক্ষোভকারীদের।
এসময় বিক্ষোভকারীরা সরকারি একটি ভবন থেকে চীনা পতাকা সরিয়ে ফেলেন এবং তাতে আগুন দেয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাতে আগুন দেননি বিক্ষোভকারীরা। দাঙ্গা পুলিশ পিপার স্প্রে দিয়ে তাদের ছত্রভঙ্গ করেন দেন। বিক্ষোভকারীরাও পানির বোতল নিক্ষেপ করেন পুলিশের ওপর। এ ঘটনায় কমপক্ষে ২ জনকে আটক করা হয়।
জিনজিয়াং প্রদেশে উইঘুরদের ব্যাপক হারে ধরপাকড় করা হয়েছে এমন অভিযোগ রয়েছে চীন সরকারের বিরুদ্ধে। তবে বেইজিংয়ের দাবি, চীনে কোনো রাজনৈতিক বন্দী নেই। প্রশিক্ষণের জন্য এবং ধর্মীয় চরমপন্থা থেকে দূরে রাখতে উইঘুরদের আলাদা কেন্দ্রে রাখা হয়েছে।
সূত্র: ইউরো নিউজ
বিডি প্রতিদিন/ফারজানা