১ জানুয়ারি ভারতে জন্ম নেওয়া শিশুর সংখ্যার পরিমাণ ৬৭ হাজার ৩৮৫। চীনে এই সংখ্যা ৪৬ হাজার ২৯৯। পৃথিবীতে বছরের প্রথম দিনে জন্ম নেওয়া মোট শিশুর মধ্যে ১৭ শতাংশই ভারতে জন্মেছে।
জন্মহারের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীন, এরপরে রয়েছে যথাক্রমে নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা, কঙ্গো, ইথিয়োপিয়া, ও পাকিস্তান।
ভারতের জনসংখ্যা এখন পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু যে হারে জনসংখ্যা বাড়ছে, তাতে আগামী সাত বছরে সেই অবস্থান পাল্টে যেতে পারে। চীনকে পিছনে ফেলে দিয়ে তালিকায় সবার ওপরে উঠে আসতে পারে ভারত।
বিডি প্রতিদিন/ফারজানা