অবিলম্বে আমেরিকার নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে বাগদাদের মার্কিন দূতাবাস। শুক্রবার মার্কিন বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র এ নির্দেশ দেয়া হয়।
মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ইরাক এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় মার্কিন দূতাবাস আমেরিকার নাগরিকদের চলতি মাসে ভ্রমণ সংক্রান্ত পরামর্শ দিয়েছে। এতে মার্কিন নাগরিকদের তড়িঘড়ি ইরাক ত্যাগের নির্দেশ দেয়া হয়।
সম্ভাব্য ক্ষেত্রে মার্কিন নাগরিকদের অবিলম্বে বিমান যোগে ইরাক ত্যাগের পরামর্শ দেয়া হয়। অবশ্য এটি সম্ভব না হলে তাদেরকে সড়কপথে অন্য দেশে চলে যেতে বলা হয়েছে। সব মিলিয়ে যেভাবে পারেন ইরাক ছাড়েন বলে বিবৃতিতে বলা হয়েছে।
তবে বিবৃতিতে মার্কিন নাগরিকদের বাগদাদের আমেরিকান দূতাবাসের সঙ্গে যোগাযোগ না করতে বলা হয়েছে। জরুরি পরামর্শ দেয়ার জন্য আরদেবিল এবং আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের মার্কিন কনস্যুলেট খোলা থাকবে বলেও জানানো হয়।
Iraqi forces stand guard in front of the US Embassy in the capital Baghdad
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন