সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সিরিয়ার জনগণ শহীদ কাসেম সোলাইমানির সাহসিকতার কথা কখনোই ভুলবে না। আজ শুক্রবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এ কথা বলেন।
বাশার আসাদ আরও বলেছেন, আমি শত ভাগ নিশ্চিত এই অপরাধযজ্ঞ আমেরিকার বিধ্বংসী নীতি এবং সব জালিম ও আগ্রাসী শক্তির মোকাবেলায় প্রতিরোধ ফ্রন্টের দৃঢ়তাকে আরও জোরদার করবে। তিনি বলেন, জেনারেল কাসেম সোলাইমানি তার পুরো জীবনটাই দেশ, জাতি, প্রতিরোধ ফ্রন্ট এবং ন্যায়ের পক্ষে সংগ্রাম ব্যয় করেছেন। তার আত্মত্যাগ চীরস্মরণীয় হয়ে থাকবে।
মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে অশান্তি, বিশৃঙ্খলা ও জঙ্গলের আইন ছড়িয়ে দিতে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের অংশ হিসেবেই মার্কিন যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। ইরানের শহীদ জেনারেল কাসেম সোলাইমানি সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) দমনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক