ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে মার্কিন হামলায় নিহত হন সোলেইমানি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই শীর্ষ পর্যায়ের এই ইরানী জেনারেলকে হত্যা করা হয়েছে।
মার্কিন কর্মকর্তারা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলা চালিয়ে জেনারেল সোলেইমানিকে হত্যা করা হয়।
২০০৭-০৮ সালে সরাসরি মার্কিন প্রতিরক্ষা দফতরে চিঠি লিখে তিনি বলেছিলেন, 'ভুলে যাবেন না, এই ভূখণ্ডে এখনো
কাসেম সোলেইমানি আছেন। তিনি শুধু ইরান নয়, ইরাক, লেবানন, ইরাক এবং সিরিয়ার পররাষ্ট্র নীতিও দেখভাল করেন। গাজা, ফিলিস্তিন পর্যন্ত তার যাতায়াত আছে।
২০০৮ সালেই যুক্তরাষ্ট্র কাসিমকে 'সব চেয়ে বড় শয়তান' বলে চিহ্নিত করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন