ইরাকে মার্কিন হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানি। তিনি জেনারেল সোলাইমানির ডেপুটি ছিলেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সিদ্ধান্তে এই দায়িত্ব নেন।
তাকে দায়িত্ব দেওয়ার আগে আয়াতুল্লাহ খামেনি বলেন, “কুদস বাহিনীর হয়ে নিহত জেনারেল সোলাইমানির সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে ইসমাইল ঘানির। যেহেতু তিনি সোলাইমানির ডেপুটি ছিলেন, সুতরাং কুদস বাহিনীর পরিকল্পনা আগের মতই থাকবে।” সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস।
বিডি প্রতিদিন/কালাম