ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান রেল স্টেশনের ভবনের একাংশ ধসে পড়েছে। শনিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুজন আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া'র।
পূর্বাঞ্চলীয় রেলওয়ের মুখপাত্র জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে বর্ধমান রেলস্টেশন ভবনের একাংশ ভেঙে পড়ে। খবরে বলা হয়, পরে উদ্ধারকাজে দমকল বাহিনী নামে। ধংসস্তূপের নিচ থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়েছে। ধসে পড়া ভবনের ওই অংশটিতে নির্মাণকাজ চলছিল বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল