মার্কিন বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ক্রমবর্ধমান এই উত্তেজনায় নিজ দেশের নাগরিকদের ইরাক এবং ইরান ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার। শনিবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সতর্কতা জারি করা হয়। খবর বিবিসি'র।
বিবৃতিতে বলা হয়েছে, কাসেম সোলেইমানির মৃত্যু এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আমরা ব্রিটিশ নাগরিকদের ইরাক এবং ইরানে সব ধরনের ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিচ্ছি। যেকোনো সরকারের প্রধান কাজ হলো ব্রিটিশ নাগরিকদের নিরাপদ রাখা।
‘ওই অঞ্চলে তীব্র উত্তেজনা দেখা দেয়ায় আমরা ব্রিটিশ নাগরিকদের ইরাক; এমনকি কুর্দিস্তান অঞ্চলও ভ্রমণ না করার পরামর্শ দিচ্ছি। এছাড়া ইরান ভ্রমণ করা জরুরি কিনা-সেটিও বিবেচনার পরামর্শ দেয়া হচ্ছে। আমরা এই অঞ্চলের পরিস্থিতি পর্যালোচনা করছি।’
বিডি প্রতিদিন/হিমেল