ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে কিছু না জেনে মন্তব্য করা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ হবে। শনিবার গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন কোহলি। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে গতমাসে আসাম জুড়ে সহিংস প্রতিবাদ সত্বেও গুয়াহাটির নিরাপত্তাব্যবস্থা নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।
রবিবার আসামের বরশাপাড়া স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামছে ভারত। ম্যাচকে ঘিরে গুয়াহাটি এবং স্টেডিয়াম সংলগ্ন এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে। তার আগে শনিবার সিএএ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যদি আপনারা প্রশ্ন করেন, তবে দায়িত্বজ্ঞানহীনতার মতো মন্তব্য করতে চাই না। এ বিষয়ে নিজের কাছে সম্পূর্ণ তথ্য থাকা উচিত, এর অর্থ কি হতে যাচ্ছে সে সম্পর্কে ওয়াকিবহাল থাকা উচিত এবং তারপরই এই নিয়ে আমার দায়িত্বপূর্ণ মতামত দিতে পারি। এই বিষয়ে আপনারা এক কথা বলবেন, অন্য ব্যক্তি ভিন্ন মত দেবেন। তাই যে বিষয়ে আমার কিছুই জানা নেই, এই বিষয়ে আমি নিজেকে জড়াতে চাই না। আর এই শহর সম্পূর্ণ নিরাপদ। এখানে পৌঁছাতে আমাদের কোন সমস্যা হয়নি।'
উল্লেখ্য, ২০১৬ সালে কেন্দ্রের মোদি সরকারের নোট বাতিলের ঘোষণার পর সেই ইস্যুর পক্ষে নিজের অভিমত দিয়ে সেসময় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বিরাট। তাই সিএএ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে যান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল