জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের ‘শয়তানি উপস্থিতি’র ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।
তিনি এক টুইট বার্তায় বলেন, ২৪ ঘণ্টা আগে এক উদ্ধত ভাঁড় -যে কিনা কূটনৈতিক মুখোশ লাগিয়েছে সে দাবি করেছিল- ইরাকি জনগণ দেশটির রাস্তায় আনন্দ-উল্লাস করেছে। কিন্তু আজ সারা ইরাকের লাখ লাখ মানুষ সেই দাবির উপযুক্ত জবাব দিয়েছে।
টুইটের সঙ্গে এই ছবিটি পোস্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জারিফ তার টুইটার বার্তায় আরও লিখেছেন, পশ্চিম এশিয়ায় আমেরিকার শয়তানি উপস্থিতির অবসানের দিন গণনা শুরু হয়ে গেছে।
বিডি প্রতিদিন/কালাম